Site icon janatar kalam

সরকারে সাত বছর হতে চলছে এখনো পর্যন্ত কোনো প্রতিশ্রুতি পালন করে নি বিজেপি সরকার : মানিক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি সরকার বেকার যুবক যুবতীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তাঁদের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেতে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই। সাত বছর হতে চলছে এখনো পর্যন্ত কোনো প্রতিশ্রুতি পালন করে নি বিজেপি সরকার। শনিবার ৬ দফা দাবির ভিত্তিতে আয়োজিত জি এম পির রাজভবন অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার।

এদিন তিনি আরো বলেন ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে বিজেপি আইপিএফটিকে তিপরা মথা সাহায্য করেছিল। নির্বাচনে জয়ী হয়ে এডিসিকে লুটের রাজত্বে পরিণত করেছে। সরকারি কর্মচারীরা মাসের শেষে বেতন পাচ্ছে না। এডিসি এলাকায় স্কুল, কলেজে শিক্ষক স্বল্পতায় ভুগছে। এডিসি এলাকায় জনগণ বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়েছেন। কিন্তু জনগনের প্রশ্নের উত্তর দিতে পারছেন না তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দের্ববমণ বলে কটাক্ষ করেন।

তাছাড়া ২০১৮ সালে সিপিএমকে ক্ষমতাচ্যুত করার জন্য বিজেপি পরিবর্তনের ডাক দিয়েছিল। নির্বাচনী ইস্তেহারে রাজ্যের বেকার সমস্যা সমাধানেরও প্রতিশ্রুতি দিয়েছিল। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসলে সরকারি চাকুরী প্রদান করা হবে। তাদের সরকারের আমলে বেকার সমস্যা থাকবে না। কিন্তু ত্রিপুরায় এখন সম্পূর্ণ উল্টো চিত্র পরিলক্ষিত হচ্ছে। বেকাররা দিশাহীন হয়ে ঘুরছেন চাকুরীর সন্ধ্যানে।

পাশাপাশি বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ৩০০ টাকা রেগার মজুরি প্রদান করবে। এখনো পর্যন্ত তাও পূরণ করে নি। এছাড়া তিনি আরো বলেন রাজ্যবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে তিপরা মথা। কারণ, তিপরা মথার নেতৃত্বরা জানতেন অ – উপজাতি অংশের মানুষ কংগ্রেস ও বিজেপি থেকে প্রতারিত হয়ে বামফ্রন্টকে ভোট দেবেন। এখন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ত্রিপুরার ৪২ লক্ষ মানুষ ঘরে ঘরে প্রস্তুত হচ্ছে এবং সকল জনগণকে সহজে বিভ্রান্ত না হওয়ার জন্য আবেদন করেন তিনি।

 

Exit mobile version