Site icon janatar kalam

সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য খুশির খবর, ৫ শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা রাজ্য সরকারের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আলোর উৎসবের মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য খুশির খবর। ৫ শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা করা হয় তাদের জন্য। বুধবার মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তের কথা মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান ১ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এতে উপকৃত হবেন রাজ্য সরকারের অধীন সমস্ত শিক্ষক-কর্মচারী সহ পেনশনাররা।

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলনে জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান,রাজ্য সরকারের প্রতি বছর খরচ হবে ৫০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী চাইছেন মহার্ঘভাতা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে যে ফারাক রয়েছে সেটা কমিয়ে আনার।সম্প্রতি কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছে।

ফলে কেন্দ্রীয় সরকার বর্তমানে ডিএ দিচ্ছে ৫৩ শতাংশ। রাজ্য সরকার এদিন ৫ শতাংশ ডিএ ঘোষণা করেছে। ফলে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দাঁড়িয়েছে ৩০ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে ডিএ-র ফারাক রয়েছে ২৩ শতাংশ। রাজ্য সরকারের লক্ষ্য আগামী দিনে এই ফারাক আরও কমিয়ে আনা।

 

Exit mobile version