জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ আগামীকাল মুম্বাইয়ের মাজারগন ডকে অত্যাধুনিক ডিপ-সী ফিশিং ভেসেল বিতরণ করবেন। এটি সহযোগিতাভিত্তিক গভীর সমুদ্র মাছ ধরা খাতে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে, যা ভারতের আত্মনির্ভরতা, টেকসই উন্নয়ন এবং মৎস্য খাতে সমবায় প্রতিষ্ঠানগুলোর ক্ষমতায়নের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করবে।
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (PMMSY)-এর আওতায় উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে এই ডিপ-সী ফিশিং ভেসেল, যার একক খরচ ১.২ কোটি টাকা। এই প্রকল্পে অর্থনৈতিক সহায়তা প্রদান করেছে মহারাষ্ট্র সরকার, ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন (NCDC) এবং কেন্দ্রীয় মৎস্য দপ্তর। এই উদ্যোগ সরকারী অঙ্গীকারের প্রতিফলন, যা আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন বাস্তবায়ন এবং ব্লু ইকোনমি শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

