সমতা এবং ন্যায়বিচারের উত্তরসূরি হিসাবে সাবিত্রীবাইয়ের জন্মবার্ষিকী পালন করলো প্রদেশ কংগ্রেস
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকী পালন করলো প্রদেশ কংগ্রেস। এদিন পোস্ট অফিস চৌমোহনিস্থিত প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাবিত্রীবাই ফুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা।
পরে সংবাদ মাধ্যমকে সম্বোধন করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান , আমরা শিক্ষা, সমাজ সংস্কার এবং নারীর ক্ষমতায়নের প্রতি তার অটল প্রতিশ্রুতি হিসাবে এই দিনটিকে পালন করে থাকি। সমতা এবং ন্যায়বিচারের জন্য ভারতের লড়াইয়ে অগ্রগামী হিসাবে, তার উত্তরাধিকার প্রজন্মকে আরও অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য সংগ্রাম করতে অনুপ্রাণিত করে। এরই অঙ্গ হিসাবে এদিন যথাযোগ্য মর্যাদায় সাবিত্রীবাই ফুলের জন্ম বার্ষিকী পালন করা হয় প্রদেশ কংগ্রেস ভবনে।