জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। বলা যেতে পারে ইদানিংকালের ‘সবচেয়ে বড়’ অভিযান। উদ্ধার হয় ১ হাজার ৬৩০ কেজি গাঁজা। ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের আমবাসা থানাধীন বেতবাগান এলাকায় পুলিশের নাকা পয়েন্টে। অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরীর নেতৃত্বে আটক করা হয় গাঁজা বোঝাই লরি। পরে ঘটনাস্থলে আসেন পুলিশ সুপারও।
‘সবচেয়ে বড়’ সাফল্য, রাবারের আড়ালে উদ্ধার ১৬৩০ কেজি গাঁজা
