Site icon janatar kalam

সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করছে সরকার : রাজ্যপাল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সবকা সাথ সবকা বিকাশ সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলছে রাজ্য সরকার। বিধানসভায় প্রদত্ত ভাষণে বললেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। উল্লেখ্য শুক্রবার থেকে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অধিবেশন। আগামী সোমবার এবং বুধবার পর্যন্ত চলবে এই অধিবেশন।

শুক্রবার রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে রাজ্য বিধানসভার চলতি বছরের শীতকালীন অধিবেশন। বছরের প্রথম অধিবেশন হওয়ায় প্রথা অনুসারে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়ে থাকে অধিবেশন। শুক্রবার বিধানসভায় লিখিত ভাষণ পাঠ করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। রাজ্যপাল বলেন ,সবকা সাথ সবকা বিকাশ সুনিশ্চিত করতে তার সরকার কাজ করে চলছে। নাগরিকদের সার্বিক কল্যাণ সাধনে উদ্যোগ গ্রহণ করে চলছে।

রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে বলতে গিয়ে সরকারের বিভিন্ন দপ্তরের কথা তুলে ধরেন রাজ্যপাল। তিনি বলেন ,পর্যটনের বিকাশে পর্যটন দপ্তর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। অন্যান্য দপ্তর গুলির কথাও তুলে ধরে রাজ্যপাল ।তিনি জানান ,স্বাস্থ্য পরিষেবা প্রদানে সরকার গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রসঙ্গে এজিএমসি তথা জিবি হাসপাতাল ,আইজিএম হাসপাতাল এবং ত্রিপুরা মেডিকেল কলেজের কথা তুলে ধরেন তিনি।

রাজ্যপাল বলেন ,শুধুমাত্র সার্বিক উন্নয়নই নয়,রাজ্যের শান্তিস্থাপনেও বিবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই প্রসঙ্গে ২০২৪ সালে বিভিন্ন চুক্তি গুলির কথা উল্লেখ করেন রাজ্যপাল। তিনি জানান ,২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এন এল এফ টি এবং এটিটিএফ এর সাথে কেন্দ্র ও রাজ্য সরকারের ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তি অনুসারে প্রচুর স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।এরা বিকশিত ত্রিপুরা এবং ভারত নির্মাণের কাজে অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

এদিন বিধানসভায় পৌঁছলে রাজ্যপাল কে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন ,মুখ্য সচেতক কল্যাণী রায় সহ মন্ত্রিসভার একাধিক সদস্য।

Exit mobile version