janatar kalam

খুন, সন্ত্রাস, লুটতরাজ মহিলাদের উপর অত্যাচার এগুলি ছিল নিত্যদিনের ঘটনা সিপিআইএম আমলে : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৩৫ বছরে কমিউনিস্ট রাজনীতিতে মানুষের জীবন বিষাক্ত হয়ে উঠেছিল। শুধু তাই নয় মাঝে পাঁচ বছর দেখেছে শুধু খুন সন্ত্রাস রাহাজানি লুটতরাজ এই মানুষ দেখেছিল। বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। কমিউনিস্ট রাজনীতিতে মানুষ কখনোই শান্তির পরিবেশ দেখেনি। খুন সন্ত্রাস রাহাজানি লুটতরাজ মহিলাদের উপর অত্যাচার এগুলি ছিল নিত্যদিনের ঘটনা।

বুধবার বিলোনিয়া রাজ নগর মাঠে বিপ্লব দেবের সমর্থনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তীব্র খুব প্রকাশ করে আরো বলেন , সিপিআইএমের ৩৫ বছরের রাজত্বে যে দুর্নীতি হয়েছিল তাকেও ছাড়িয়ে গেছে কংগ্রেসের পাঁচ বছর। মুখ্যমন্ত্রী এদিন জোর দিয়ে বলেন আমাদের প্রধানমন্ত্রী বারবার একটি কথা বলেন যে নর্থ ইস্ট এর উন্নয়ন না হলে ভারতের উন্নয়ন হবে না।

যার জন্য ইতিমধ্যেই রাজ্যে দশটি জাতীয় সড়কের অনুমোদন দিয়েছেন। ইন্টারনেট গেটওয়ে আগরতলা। আন্তর্জাতিক স্তরে দুদিক দিয়েই ত্রিপুরার সঙ্গে সংযোগ স্থাপিত। ৩৪ রাজনগর মন্ডল আয়োজিত এদিনকার জনসভায় রীতিমতো জনঢল নেমেছিল। উপস্থিত ছিলেন স্থানীয় মন্ডল সভাপতি সহ বিজেপির নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ সমবেতভাবে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহবান রাখেন।

 

 

 

Exit mobile version