জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্ব যখন অনিশ্চয়তার এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখন দেশের যুবসমাজকে শারীরিক, মানসিক ও আবেগগতভাবে শক্তিশালী থেকে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে—এমনই বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আজ দিল্লি ক্যান্টে অনুষ্ঠিত এনসিসি রিপাবলিক ডে ক্যাম্পে ক্যাডেটদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন ‘সিন্দুর’ চলাকালীন দেশজুড়ে পরিচালিত মক ড্রিলের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে এনসিসি ক্যাডেটরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি তাঁদের দেশের “দ্বিতীয় প্রতিরক্ষা প্রাচীর” হিসেবে উল্লেখ করেন।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাহালগামে সংঘটিত দুর্ভাগ্যজনক ও কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তাঁর দাবি, ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে (PoK) অবস্থানরত সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করেছে। তিনি বলেন, ভারতীয় সেনারা সাহসিকতা ও সংযমের সঙ্গে শুধুমাত্র ভারতের ক্ষতি করেছে এমন লক্ষ্যবস্তুতেই আঘাত হেনেছে।
রাজনাথ সিং আরও বলেন, এই সাফল্য সম্ভব হয়েছে কারণ আমাদের সেনারা শারীরিক, মানসিক ও আবেগগতভাবে দৃঢ়। তিনি এনসিসিকে যুবসমাজকে গড়ে তোলার এক উৎকৃষ্ট মাধ্যম হিসেবে উল্লেখ করেন, যারা ভবিষ্যতে জাতি গঠনে অমূল্য অবদান রাখে।
অনুষ্ঠানের অংশ হিসেবে একটি ইনভেস্টিচার সেরিমনি অনুষ্ঠিত হয়, যেখানে অসাধারণ কর্মদক্ষতা ও কর্তব্যনিষ্ঠার জন্য নির্বাচিত ক্যাডেটদের হাতে রক্ষা মন্ত্রী পদক ও কমেন্ডেশন কার্ড তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী।
এ বছর রক্ষা মন্ত্রী পদকে সম্মানিত হন—
ক্যাডেট অর্পণ দীপ কৌর (জম্মু-কাশ্মীর ও লাদাখ ডিরেক্টরেট)
ক্যাডেট পালডেন লেপচা (পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেট)
কমেন্ডেশন কার্ড প্রাপ্ত ক্যাডেটরা হলেন—
পেটি অফিসার লিশা দেজাপ্পা সুবর্ণা (কর্ণাটক ও গোয়া ডিরেক্টরেট)
জুনিয়র আন্ডার অফিসার পবন ভাগেল (মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় ডিরেক্টরেট)
কর্পোরাল রাধা দর্জে (উত্তর-পূর্বাঞ্চল ডিরেক্টরেট)
ক্যাডেট প্রিন্স সিং রানা (উত্তরাখণ্ড ডিরেক্টরেট)

