Site icon janatar kalam

সন্ত্রাসবাদি কার্যকলাপ দমনে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব দিয়েছে: সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সন্ত্রাসবাদি কার্যকলাপ দমনে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব দিয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে ৭ রামনগর জুড়ে অনুষ্ঠিত হয় এক তিরঙ্গা যাত্রা। এই তিরঙ্গা যাত্রায় নেতৃত্বে ছিলেন মেয়র দীপক মজুদার, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিংকু রায়।

৭ মন্ডলের উদ্যোগে হয় এই ত্রিরঙ্গা রেলি। সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী ও ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে র্যা লির আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন ৭ রাম নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, পাকিস্তানে মদতপুষ্ট জঙ্গিদের অপারেশন সিঁদুরের মাধ্যমে শুধু যোগ্য জবাব দেয়নি ভারতীয় সৈনিকরা, প্রধানমন্ত্রী নির্দেশে পাকিস্তানকে নাস্তানা বুধ করে দেয়া হয়েছে।

Exit mobile version