Site icon janatar kalam

সচেতনতার মাধ্যমে ছেলে-মেয়েদের এইডস আক্রান্ত হওয়া থেকে দূরে রাখা যাবে : জয়ন্তী দেববর্মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগস কিংবা অন্য ভাবে উত্তর- পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে এইডস আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এনিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল। পিছিয়ে নেই ছোট্ট রাজ্য ত্রিপুরাও। তাই ছেলে- মেয়েদের এই এইচআইবি এইডস থেকে দূরে রাখতে বিভিন্ন কর্মসূচী নিয়ে কাজ করছে ত্রিপুরা শিশুর সুরক্ষা কমিশন।

শনিবার ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে এইডস-র উপর একদিবসীয় সচেতনতা মূলক আলোচনা সভা করা হয়। রাজধানীর প্রজ্ঞাভবনে এই আলোচনা সভা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ সংশ্লিষ্টরা।

জয়ন্তী দেববর্মা জানান উত্তর-পূর্বাঞ্চলে এইডস আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ত্রিপুরা রাজ্যেও এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলের যুবক যুবতীদের এইডস-এর হাত থেকে বাঁচানোর জন্য এইদিনের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি জানান সচেতনতার মাধ্যমে ছেলে-মেয়েদের এর থেকে দূরে রাখা যাবে।

 

 

 

 

Exit mobile version