janatar kalam

সক্রিয় ভূমিকা দেখিয়ে পারদর্শীতা অর্জন করা পুলিশ কর্মীদের সংবর্ধনা আইজি সৌমিত্র ধরের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে আইজি সৌমিত্র ধরের উপস্থিতিতে পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত দুদিনের সফরে উত্তর জেলায় রাজ্য পুলিশের আই জি – ল অ্যান্ড অর্ডার সৌমিত্র ধর। তিনি পরিদর্শন করেন বেশ কয়েকটি থানা সহ ত্রিপুরা অসম সীমান্ত। শুক্রবার ধর্মনগর স্থিত জেলা পুলিশ সুপার অফিসে আইজি সৌমিত্র ধরের উপস্থিতিতে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে নিয়ে পুলিশ প্রশাসনিক কর্তাদের স্তরে স্তরে বৈঠক সম্পন্ন হয়। এই সম্পর্কে এদিন অবগত করেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তিনি জানান উত্তর জেলার পুলিশের কাজকর্ম সহ আগামী দিনে কিভাবে কাজ করবে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা হয় উত্তর জেলা থেকে অপরাধ দমন সহ নেশা মুক্ত করা। পাশাপাশি বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকারী বাগবাসা বিধানসভা কেন্দ্রের প্রিয়া নাথকে সংবর্ধনা প্রদান করেন আই জি। তাছাড়া আগস্ট মাসে নেশা বিরোধী অভিযানে যেসব পুলিশ কর্মী এবং স্বেচ্ছাসেবকরা সক্রিয় ভূমিকা দেখিয়ে পারদর্শীতা অর্জন করেছে তাদেরকে এদিন সংবর্ধনা জানিয়ে পুলিশ কর্মীদের উজ্জীবিত করার প্রচেষ্টা চালানো হয়।

 

 

Exit mobile version