জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পঞ্চম রাজ্য ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান অর্থাৎ মাসকা ‘র মঙ্গলবার বিলোনিয়ায় শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তবে জেলা ভিত্তিক ও এই কার্যক্রমের উদ্বোধন হয়। এদিন পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক অনুষ্ঠানেরও শুভ উদ্বোধন। পশ্চিম ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর উদ্যোগে এবং আনন্দনগর স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় আনন্দনগর হাসপাতাল চৌমুহনীস্থিত বিবেকানন্দ স্মৃতি সদন কমিউনিটি হলে এ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি হরি দুলাল আচার্জী এবং পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা স্বাস্থ্য সম্পর্কিত এই অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি এই অভিযানের লাভ সংশ্লিষ্ট সকলকে নেবার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি হরি দুলাল আচার্জী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি মনে করেন তবেই এই ধরনের অভিযানের সফলতা আসবে। এদিন বিভিন্ন শিশুদের কৃমির ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, সিরাফ যেমন খাওয়ানো ও বিতরণ করা হয় তেমনি এই অভিযানের অন্তর্ভুক্ত বিভিন্ন স্বাস্থ্য পরিষেবাও প্রদাণ করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।