জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহস্পতিবার সংসদের প্রবেশপথে এনডিএ এবং বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে ঘটে যাওয়া উত্তপ্ত পরিস্থিতির জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি সাংসদরা। অনুরাগ ঠাকুর ও বংশুরি স্বরাজ সহ বেশ কয়েকজন বিজেপি সংসদ সদস্য এই অভিযোগটি সংসদ স্ট্রিট থানায় জমা দেন।
অপরদিকে কংগ্রেস এই নিয়ে লোকসভা স্পিকারকে চিঠি লেখে। কেসি বেণুগোপাল, মণিকম ঠাকুর এবং কে সুরেশ অভিযোগ করেন, রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল এবং তাঁকে ধাক্কা দেওয়া হয়েছিল।
এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যসভায় বিজেপির কিরেণ রিজিজু বলেন, ‘রাহুল গান্ধী আজ দুই বিজেপি সাংসদকে ঠেলে ফেলে দিয়েছেন যারা এখন হাসপাতালে ভরতি। রাহুল গান্ধীর আচরণের জন্য সংসদ ও দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত সমগ্র কংগ্রেসের। সংসদ কোনও কুস্তির আখড়া নয়।
অপরদিকে কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুরের অভিযোগ, কংগ্রেস সাংসদরা সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা বাধা দেন। লাঠিসেটা হাতে করে সংসদে এসেছিলেন বিজেপি সাংসদরা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়, কটূক্তি করা হয়। রাহুল গান্ধীর নিজের দাবি, “আমি সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা ঘিরে ধরেন। আমাকে ধাক্কা দেওয়া হয়। ধাক্কাধাক্কি বলতে এটুকুই হয়েছে।