Site icon janatar kalam

সংসদে পাস অনলাইন গেমিং বিল ২০২৫, বন্ধ হচ্ছে ড্রিম ১১-এর রিয়েল-মানি গেমস

জনতার কলম ওয়েবডেস্ক :-নতুন আইনে নিষিদ্ধ ফ্যান্টাসি স্পোর্টস, পোকার ও রামি; কেবল ই-স্পোর্টস ও সোশ্যাল গেমিং চালু থাকবে সংসদের উভয় কক্ষে পাস হল অনলাইন গেমিং (সংবর্ধন ও নিয়ন্ত্রণ) বিল, ২০২৫। সরকারের এই নতুন আইনে রিয়েল-মানি গেমসের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি হওয়ার পরেই চাপে পড়ে গেল অনলাইন গেমিং শিল্প। ইতিমধ্যেই শীর্ষ ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম ১১ (Dream11) ঘোষণা করেছে যে তারা তাদের রিয়েল-মানি গেমিং ইউনিট বন্ধ করে দেবে।

ড্রিম স্পোর্টস-এর সিইও হর্ষ জৈন এক অভ্যন্তরীণ বার্তায় কর্মীদের জানিয়েছেন, নতুন আইন কার্যকর হওয়ার পরে কোম্পানির পক্ষে পেমেন্ট-ভিত্তিক ফ্যান্টাসি গেমস চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। ফলে স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদেরও আসন্ন পরিবর্তনের ব্যাপারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

ড্রিম ১১-এর সাফল্যের কাহিনি!

২০০৮ সালে হর্ষ জৈন ও ভাবিত শেঠ প্রতিষ্ঠা করেন Dream11। বর্তমানে প্ল্যাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা ২৮ কোটিরও বেশি। FY24-এ কোম্পানির রাজস্ব ছিল প্রায় ₹৯,৬০০ কোটি টাকা, যার ৯০% এসেছে রিয়েল-মানি কনটেস্ট থেকে। ক্রিকেট গেমিং ছিল এর আয়ের প্রধান উৎস। ২০২১ সালে কোম্পানির ভ্যালুয়েশন পৌঁছে গিয়েছিল ৮ বিলিয়ন মার্কিন ডলারে।

নতুন আইনে কী কী প্রভিধান?

ফ্যান্টাসি স্পোর্টস, পোকার, রামির মতো রিয়েল-মানি পেমেন্ট গেম সম্পূর্ণ নিষিদ্ধ।

শুধুমাত্র ই-স্পোর্টস ও সোশ্যাল গেমিং চালু রাখার অনুমতি।

নিয়ম ভাঙলে ৩ বছরের জেল বা ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা।

শিল্পে প্রভাব!

ড্রিম ১১ ছাড়াও একাধিক কোম্পানি এই আইনের ফলে বিপাকে পড়বে। ইতিমধ্যেই শেয়ার বাজারে এই খাতের কোম্পানিগুলির শেয়ার দামে টানা পতন লক্ষ্য করা যাচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তার আবহ।

Exit mobile version