Site icon janatar kalam

সংসদে গণতন্ত্রকে টুটি টিপে ধরেছে : জিতেন্দ্র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের সংসদীয় গণতন্ত্রে এক কলঙ্ক জনপদ রচনা করেছে বিজেপি সরকারের আমলে । বিজেপি সরকারের আমলে সংসদের ভিতর রঙ্গিন জল নিয়ে ঢুকে পড়েছে কতিপয় ব্যক্তিরা । যা অত্যন্ত স্পর্শকাতর ।সংসদীয় গণতন্ত্রে কলঙ্ক জন অধ্যায় রচনা করেছে বিজেপি সরকারের আমলে । এই সরকারের আমলেই সংসদের ভিতরে রঙ্গিন জল নিয়ে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা । আর তাদের বিরুদ্ধে যাতে কোন সংসদ মুখ খুলতে না পারে তার জন্য ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ।

 

যা অত্যন্ত নিন্দনীয় বিষয় । বিজেপি সরকারের একজন সাংসদও তার বিপক্ষে মুখ খোলেনি । উপরন্তু সংসদকে কালিমা লিপ্ত করতে উঠে পড়ে লেগেছে শাসক দলের সাংসদরা । এই সরকারের আমলে কেউ বিরোধিতা করতে পারবে না বিরোধিতা করলেই তাকে সাসপেন্ড হতে হচ্ছে । গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে । টুটি টিপে ধরেছে গণতন্ত্রের । আমরা তার প্রতিবাদ জানাচ্ছি , সংসদের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা বদ্ধপরিকর । শুক্রবার সংসদের বাইরে বিক্ষুবে শামিল হয়েছে ২৪টি বামপন্থী সংগঠন । তার বাইরেও রয়েছে আরো পাঁচটি সংগঠন । আমরা একযোগে তার প্রতিবাদ জানাচ্ছি । সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এদিন তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন ।

 

এদিন বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর বলেন , ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে সাংসদদের মর্যাদা থাকবে কি থাকবে না এ নিয়ে এক কঠিন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে । আমরা বামপন্থীরা এক কাট্টা হয়ে বিক্ষোভে সামিল হলেও শাসক দল তাতে কর্ণপাত করছে না । এই পরিস্থিতিতে আন্দোলন সংঘটিত করা ছাড়া বামপন্থীদের সামনে আর কোন পথ খোলা নেই । এদিনের বিক্ষোভ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার , প্রাক্তন মন্ত্রী গোপাল দাস , পবিত্র কর , মানিক দে , শংকর প্রসাদ দত্ত , প্রমুখর নেতৃবৃন্দ ।

 

 

 

 

Exit mobile version