জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংগঠনের দুই গোষ্ঠীর কাজিয়ার মধ্যেই ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের রাজ্য সম্মেলন হতে যাচ্ছে চলতি মাসে। ১৩ জুলাই শুরু হবে ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন। দুইদিন ব্যাপী সম্মেলন হবে আগরতলায়। এতে যোগ দিতে রাজ্যে এসেছেন রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের রাষ্ট্রীয় সভাপতি বিপিন ডোগরা, ,সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ বর্মা, ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় সহসভাপতি মহেন্দ্র প্রতাপ সিং।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের রাজ্য নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান,আগামী তিন বছরের জন্য সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে। এই কমিটি কর্মচারীদের কল্যাণে কাজ করবে। কর্মচারীদের বিভিন্ন সমস্যা-দাবি সরকারের কাছে তুলে ধরবেন নতুন কমিটি।
তিনি জানান সংগঠনের নিয়ম নীতি যারা মেনে না চলবে তাদের বিরুদ্ধে সংগঠনের নিয়ম মতো ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য সম্প্রতি সংগঠনের রাজ্য নেতৃত্বের দুই গোষ্ঠীর মধ্যে কাজিয়া শুরু হয়েছে। থানা পর্যন্ত গড়িয়েছে কাজিয়া। এদিকে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ-র রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস, ভারপ্রাপ্ত সভাপতি পার্থ পাল, রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহা সংঘের রাষ্ট্রীয় সম্পাদিকা সুতপা কর।