জনতার কলম ওয়েবডেস্ক :- শ্রী লংকা সফরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানা গিয়েছে আগামী 2 ও 3 সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবেন৷ সফরকালে মন্ত্রী রাজনাথ সিং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও প্রতিরক্ষা মন্ত্রী রনিল বিক্রমাসিংহে এবং প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের সাথে সৌজন্যমূলক বৈঠকে মিলিত হবেন এবং বৈঠকের সময় শ্রীলঙ্কার সঙ্গে ভারতের প্রতিরক্ষা সম্পর্কের সমস্ত দিক পর্যালোচনা করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী মধ্য শ্রীলঙ্কার নুওয়ারা এলিয়া এবং দেশের পূর্বাঞ্চলে অবস্থিত ত্রিনকোমালিতেও যাবেন বলেও জানা গিয়েছে।