জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরের মতো এবারো শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন এর আয়োজন করতে চলেছে রাজধানীর মাঠ চৌমুহনী বাজার। এই হরিনাম সংকীর্তন উৎসবকে সামনে রেখে শুক্রবার মঠ চৌমুহনী বাজারে এক রক্তদান শিবিরের আয়োজন করে ব্যবসায়ী বৃন্দ। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের মতো মহৎ সামাজিক কাজ আর হতে পারে না রাজধানীর বিভিন্ন বাজারে এই ধরনের সামাজিক কাজের প্রতিযোগিতা থাকুক এমনটাই চাঁন তিনি। মুখ্যমন্ত্রী জানান কভিডের সময় রাজ্যের হাসপাতাল গুলিতে চাহিদা আর যোগানের মধ্যে ফারাক বেড়ে যাওয়ায় রক্তের প্রয়োজন হয় সেই সময় তিনি রাজ্যবাসীর প্রতি স্বেচ্ছায় রক্তদানের জন্য আহ্বান জানিয়েছিলেন তার এই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন ক্লাব বাজার সংগঠন সামাজিক সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করেছে আগামী দিনেও দুর্গত মানুষের সেবায় রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠনগুলি স্বেচ্ছায় রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে আসবে বলেন আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।