জনতার কলম ওয়েবডেস্ক :- আজ কোডিকারাই উপকূলের কাছে নাগাপট্টিনমের ১১ জন জেলের উপর হামলা চালায় শ্রীলঙ্কার জলদস্যুরা। জেলেদের উপর কাঁচি ও দেশি বোমা দিয়ে হামলা চালানো হয় এবং তাদের ধরা মাছ ছিনিয়ে নেওয়া হয়।
আহত জেলেদের তীরে ফিরে আসার পর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলদস্যুরা শুধু হামলাই চালায়নি, তারা জেলেদের জিপিএস মেশিন, মাছ ধরার জাল, ওয়াকিটকি, সোনার চেন এবং ফাইবার নৌকার ইঞ্জিনও লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং জেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।