Site icon janatar kalam

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের উদ্যোগে অক্ষয় তৃতীয়ার মেগা ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অক্ষয় তৃতীয়াতে শ্যাম সুন্দর কোং জুয়েলালার্স যে মেগা লাকি ড্র এর আয়োজন করেছিল এর পুরষ্কার বিতরণ হয় শুক্রবার। এদিন আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

চারজনের হাতে স্কুটি তুলে দেওয়া হয় প্রতিষ্ঠানের তরফে। উপস্থিত ছিলেন রাজ্যের স্বনামধন্য স্বর্ণ প্রতিষ্ঠান শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের অধিকর্তা রূপক সাহা ও অর্পিতা সাহা।

অধিকর্তা রূপক সাহা গ্রাহকদের আশ্বস্ত করেন, ভালো পরিষেবা গুণগতমান আর ন্যায্যমূল্য হিসেবে গ্রাহক বন্ধুদের প্রত্যাশা পূরণ করার জন্য গ্রাহকদের কাছে প্রতিষ্ঠান সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, নিত্য নতুন গয়নার সম্ভার নিয়ে গ্রাহকদের পাশে থাকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এমনকি নিত্য নতুন অফার নিয়ে। রূপক সাহা জানান গয়না যাতে আরও সুন্দর ও টেকসই হয়ে উঠে সেই প্রয়াস যেমন থাকে তেমনি সাধ্যের মধ্যে যাতে সাধ পূরণ হয় সেই চেষ্টা থাকে।

Exit mobile version