Site icon janatar kalam

শ্যামা প্রাসাদের নামে টাউন হল আমাদের জন্যে গর্বের বিষয়: মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলায় বসবাসরকারী সাধারণ মানুষের জন্যে পরিষেবা বৃদ্ধির বিষয়ে সব সময় তৎপর বর্তমান পুর নিগম কর্তৃপক্ষ। সাধারণ মানুষের মধ্যে কি করে আরো বেশি সুবিধা পৌঁছে দেওয়া যায় এবং কোন অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা নগরবাসী এই বিষয়ে জানতে সোমবার এক পর্যালোচনা বৈঠকে বসে নিগম কর্তৃপক্ষ।

বৈঠকের পৌরোহিত্য করেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ পুর নিগমের কর্পোরেটর এবং জোনের চেয়ারম্যানগন। রাজধানী আগরতলা সিটি সেন্টারে পুর নিগমের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন সাংবাদিকদের তরফে মেয়রের কাছে টাউনহলের নাম পরিবর্তনকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মেয়র বলেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশের জন্য আত্ম বলিদান করেছেন। তাই এমন একজন মহান ব্যক্তির নামে টাউনহলের নামকরণ করা যথার্থ। উনার নামে টাউন হল হওয়া মানে আমাদের জন্যে গর্বের। পুর নিগমের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি তৈরী করা হবে বলে জানান মেয়র। সেই সঙ্গে তিনি আরো বলেন যারা এই নিয়ে বিতর্ক শুরু করেছেন তারাও ক্ষমতায় থাকাকালীন সময়ে বহু কিছুর নাম পরিবর্তন করেছেন।

Exit mobile version