শ্যামাপ্রসাদ মুখার্জির নামের জায়গায় কার্ল মার্কস-এর নাম থাকতো খুশি হতো সিপিআইএম: সুশান্ত
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টাউন হলের নাম টাউন হল-ই থাকবে, শুধু পাশে ড.শ্যামাপ্রসাদ মুখার্জি জুড়ে দেওয়া হবে। কিন্তু বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসলে, শ্যামাপ্রসাদ মুখার্জির নামের জায়গায়, এখানে কার্ল মার্কস থাকতো খুশি হতো সিপিআইএম। সোমবার সাংবাদিক সম্মেলন করে টাউন হলের নাম পরিবর্তন ইস্যুতে বিরোধী দলনেতার মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা ড. শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে আগরতলা টাউন হলকে নামাঙ্কিত করার ঘোষণা দিয়েছেন। ত্রিপুরার সাংস্কৃতিক, ঐতিহ্য সহ বিভিন্ন ক্ষেত্রকে সম্মান জানিয়ে বর্তমান বিজেপি সরকার প্রতিনিয়ত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাঁর কথায়, দেশের বিভিন্ন রাজ্যের টাউন হলের নাম বিশিষ্ট ব্যক্তিদের নামে উৎসর্গ করা হয়েছে। তার বিভিন্ন উদাহরন জনসম্মুখে রয়েছে।
তাহলে এ-ই বিষয়টিকে নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কেন জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরীর চেষ্টা করছেন, প্রশ্ন তুলেন তিনি। ব্যাপক মানুষের সমর্থন নিয়েই পাল্টানো হয়েছে আগরতলা টাউন হলের নাম, দাবি করেন তিনি। এদিন তিনি আরও বলেন, বিগত দিনে আগরতলা টাউন হল এটি রাজবাড়ির অংশ ছিল, একেলালবাড়ি বলা হত। পরবর্তী সময়ে এটি ভেঙে টাউন হল হিসেবে নির্মিত হয়েছে। ১৯৮৫ সালে ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতি রামাস্বামী ভেঙ্কটরমনের হাতে এই টাউন হলের উদ্বোধন হয়েছে।
তাহলে, সিপিএম আমলে কেন রাজপরিবারের কোনো রাজার নামে এই আগরতলা টাউন হলের নাম নামাঙ্কিত করা হয়নি। যেহেতু, এই টাউন হলে রাজবংশের ছিল। আসলে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জনগনকেভুল তথ্য দিয়ে বিভ্রান্তকরছেন। তাঁর কটাক্ষ, রাজনৈতিকস্বার্থ চরিত্রথ করার জন্য ভুল মন্তব্য করছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাই তিনি আপামর জনগনকে ভুল মন্তব্যে না জড়ানোর জন্য আবেদন জানিয়েছেন তিনি। টাউন হলের নাম টাউন হল-ইথাকবে, শুধু পাশে ড.শ্যামাপ্রসাদ মুখার্জি জুড়ে দেওয়া হবে, বলে জানান তিনি।