এসবের কারনে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে সোনামুড়ায়। গত ২ দিনে ৬ থেকে ৭ টি ছোট বড় দুর্ঘটনায় কমকরেও ১৫ জন যাত্রী ও পথচারী আহত হয়েছেন। শুক্রবার সকালে বক্সনগর -সোনামুড়া সড়কের কুলুবাড়ি এলাকায় এক অটো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ফজল হক নামের প্রায় ৬০ বছর বয়সী এক পথচারীর।
স্থানীয়রা বৃদ্ধকে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার রাতে মেলাঘর -সোনামুড়া সড়কের ধলিয়াই এলাকায় বাইক দুর্ঘটনায় বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মাথা , বুকে ,চোখে চোট লাগা ছাড়াও তার জিভ প্রায় ২ টুকরো হয়ে গেছে। কাঠালিয়া মনাইপাথর এলাকায় তার বাড়ি।
সোনামুড়ার খেদাবাড়ি এলাকায় শশুর বাড়ির পাশের একটি ধর্মীয় অনুষ্ঠানে বাইক নিয়ে যাচ্ছিল সে। ঐ যুবকের নাম মীর হোসেন। দমকল কর্মীরা তাকে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেন।
যা নিয়ে চরম ক্ষোভ ধূমায়িত হচ্ছে সোনামুড়ার সাধারণ মানুষের মধ্যে। ক্ষুব্ধ অটো চালাক থেকে অন্য যানবাহন চালকরা। যেকোন সময় এই ক্ষোভের বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন হেলদোল নেই সংশ্লিষ্ঠ কতৃপক্ষের।