Site icon janatar kalam

শেষ বলে চার মেরে গুজরাটকে জয় এনে দেন রশিদ খান

জনতার কলম ওয়েবডেস্ক :- আইপিএল ২০২৪ এর ২৪ তম ম্যাচে, গুজরাট টাইটান্স একটি রোমাঞ্চকর ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৩ উইকেটে হারিয়েছে। প্রথমে ব্যাট করে রাজস্থান ১৯৬ রান করে, জবাবে গুজরাট শেষ বলে লক্ষ্য অর্জন করে। শেষ ওভারে গুজরাটকে ১৫ রান করতে হয়েছিল এবং রশিদ খান শেষ বলে চার মেরে গুজরাটকে জয় এনে দেন। রাজস্থানের হয়ে শেষ ওভার বল করছিলেন আভেশ খান কিন্তু থামাতে পারেননি তেওয়াতিয়া ও রশিদ খানকে।

গুজরাটের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অধিনায়ক শুভমান গিলের। ৪৪ বলে ৭২ রান করেন তিনি। তবে শেষ ওভারে রাহুল তেওয়াতিয়া ও রশিদ খান অসাধারণ হিটিং করে গুজরাটের জয় নিশ্চিত করেন। তেওয়াতিয়া ১১ বলে ২২ রানের ইনিংস খেলেন, আর রশিদ ১১ বলে অপরাজিত ২৪ রান করেন।

Exit mobile version