জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট নেওয়া হবে ১৯ এপ্রিল। রাজনৈতিক দল গুলির পাশাপাশি নির্বাচন কমিশনের প্রস্তুতিও চলছে জোর গতিতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভোট কর্মীদের প্রশিক্ষণ।
এদিন প্রশিক্ষণের প্রথম দিন ছিল সদর মহকুমার ভোট কর্মীদের। রাজধানীর শিশু বিহার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সদর মহকুমার ৮ টি বিধানসভার ভোট কর্মীদের প্রথম মহড়া হয়।
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার জানান প্রায় সাড়ে তিন থেকে চার হাজার ভোট কর্মী মহড়ায় অংশ নেন। সকাল থেকেই ভোট কর্মীরা শিশু বিহার স্কুলে ভিড় করেন। ধাপে ধাপে চলবে তাদের প্রশিক্ষণ।