জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুরু হয়েছে ডব্লিউ পি এল টুর্নামেন্ট। সারা ভারতবর্ষে একযোগে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। ত্রিপুরাতে মহিলা ক্রিকেটকে আরো বেশি করে প্রমোট করার লোককে টি-টোয়েন্টি ওমেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। এখানে বারোটি দলে প্রায় ২০০ উপর ক্রিকেটার অংশগ্রহণ করেছে।
এমবিবি স্টেডিয়াম , তালতলা স্টেডিয়াম ও মেলা ঘরে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করে তুলতে গোটা রাজ্যে ব্যাপক হারে প্রচার কর্মসূচি চলছে। সারাদেশেই মহিলা ক্রিকেটকে প্রমোট করতে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন ব্যাপক প্রচার কর্মসূচি হাতে নিয়েছে। জানিয়েছেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তাগণ।