Site icon janatar kalam

শুরু হয়েছে এনসিসির বার্ষিক প্রশিক্ষণ শিবির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৩ ব্যাটেলিয়ন এনসিসি ত্রিপুরার উদ্যোগে শুরু হয়েছে সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্প ।ক্যাম্পে বিভিন্ন স্কুল কলেজ থেকে ৩৭২ জন ক্যাডেট অংশগ্রহণ করেছে ।সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে রাজধানীর এন আর সি সিতে ।যেখানে 11টি কলেজ ও 30টি স্কুলের SD, SW, JD, JW বিভাগের 372 জন ক্যাডেট অংশগ্রহণ করছে। এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের সহযোগী NCC অফিসার এবং কেয়ার টেকার অফিসার এই ক্যাম্পে বিভিন্ন ক্লাস নেওয়ার জন্য এবং ক্যাম্পে ক্যাডেটদের পারফরম্যান্সের সামগ্রিক ব্যবস্থাপনার জন্য এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে। ক্যাম্পটির আয়োজন করেছে 13 ত্রিপুরা বিএন এনসিসি, ক্যাম্প কমান্ড্যান্ট কর্নেল এম এ রাজমান্নার, এসএম বলেন, এই ক্যাম্পের উদ্দেশ্য হল ক্যাডেটদের আন্তঃব্যক্তিক দক্ষতা, আত্মবিশ্বাস তৈরি করা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ইত্যাদির বিকাশ ঘটানো, বিভিন্ন প্রতিযোগীদের মাধ্যমে বিভিন্ন কলেজ ও স্কুলভিত্তিক। গ্রুপ সকালের সেশনে পিটি, যোগব্যায়ামের মতো অন্যান্য ক্রিয়াকলাপ এবং এনসিসি এ, বি এবং সি সার্টিফিকেট পরীক্ষার অংশ হিসাবে ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ এবং মানচিত্র পাঠ।কর্নেল বিনয় রাউথান, ডেপুটি ক্যাম্প কমান্ড্যান্ট তার সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, সামরিক বিষয় ছাড়াও, এনডিআরএফ, গুয়াহাটি দল, ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ট্রাফিক পুলিশ কর্তৃক প্রদর্শনী কার্যক্রমের মতো বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের দ্বারা বিশেষ প্রেরণামূলক আলোচনার ব্যবস্থা করা হয়েছে। , বৈদেশিক বিজ্ঞান বিশেষজ্ঞরা, ডাক বিভাগ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মকর্তারা বিকেলের সেশনে ক্যাডেটদের আর্থিক সাক্ষরতা সম্পর্কিত।সাগত ভাষণ দিয়েছেন শিলচর গ্রুপের ডেপুটি গ্রুপ কমান্ডার কর্নেল এস. শ্রীরাম প্রসঙ্গত, এনসিসির উদ্যোগে প্রতি বছর আয়োজিত এ ধরনের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে রাজ্যের বহু যুবক সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিশেষ সুযোগ পায়। এ বছরও রাজ্য থেকে অনেক যুবক-যুবতী অগ্নিবিরের জন্য নির্বাচিত হয়েছেন।

Exit mobile version