Site icon janatar kalam

শুরু হচ্ছে বিজেপির গাও চলো অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি নেতৃত্ব অমিত রক্ষিত। এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন ভারত তখনই বিকশিত হবে যখন ভারতের গ্রামগুলি বিকশিত হবে, আর ভারতবর্ষের ৭০% লোক গ্রামে বসবাস করে, তাই সংগঠনের লক্ষ্য থাকে যে সাংগঠনিকভাবে গ্রামগুলির সাথে অতপ্রতভাবে জুড়ে থাকা। সেদিকে লক্ষ্য রেখেই বিজেপির পক্ষ থেকে গাও চলো অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কেননা “গ্রামের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।সুতরাং,প্রধান লক্ষ্য এখন গ্রাম চলো অভিজানের অধীনে থাকা গ্রামগুলি। তাছাড়া গ্রাম ছাড়াও, শহুরে অঞ্চলগুলিকেও লক্ষ্যবস্তু করছি যেখানে আমরা বিভিন্ন বিভাগের লোকদের সাথে দেখা করব। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে সারা রাজ্যের ৩৩৪৯ টি বুথে ৩৩৪৯ জন সিনিয়র লিডার নির্বাহী প্রবাস করবে যার মাধ্যমে কোন নেতৃত্ব কোন একটি বুথে ২৪ ঘন্টা বসবাস করে সেখানকার লোকজনদের সাথে জনসম্পর্ক অভিযান করবে।

তাছাড়া তিনি জানান এই কর্মসূচিকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে যার মধ্যে ২০ শে জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত এই কর্মসূচির প্রস্তুতি চলেছে যা আজ সম্পন্ন হয়েছে । এখন আগামীকাল থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় ধাপ ৭ই ফেব্রুয়ারি থেকে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

Exit mobile version