জনতার কলম আগরতলা প্রতিনিধি :-সরকার সংখ্যালঘু ভাষার উন্নয়নে বিশেষভাবে আন্তরিকতা দেখাচ্ছে। শুধুমাত্র চাকমা ভাষার উন্নয়ন নয়, দেশের সব সংখ্যালঘু ভাষার বিকাশেও সরকার সক্রিয় ভূমিকা রাখছে। এই কথা জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। মঙ্গলবার শিক্ষা ভবনে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা কল্যাণ দপ্তরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই বার্তা দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন চাকমা ভাষা উন্নয়ন কমিটির পেট্রন মন্ত্রী রতন লাল নাথ, কমিটির চেয়ারম্যান শম্ভু লাল চাকমা সহ আরও অনেকে। উল্লেখ্য, এই কমিটিতে মন্ত্রী শান্তনা চাকমাও পেট্রন হিসেবে দায়িত্ব পালন করছেন। মন্ত্রী রতন লাল নাথ জানান, শুধু মূল কমিটি গঠন করা হয়নি, পাশাপাশি মোট ৭টি সাব কমিটিও গঠন করা হয়েছে, যা কার্যক্রমকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করবে।
মন্ত্রী রতন লাল নাথ বলেন, “চাকমা ভাষার পাশাপাশি অন্যান্য সংখ্যালঘু ভাষার উন্নয়নের জন্য সরকার ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য এসব ভাষার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এগিয়ে নেওয়া।” সরকারের এই পদক্ষেপের মাধ্যমে সংখ্যালঘু ভাষার যথাযথ বিকাশ নিশ্চিত করা হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়েছে।