জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এবছর দেশজুড়ে নানা কর্মসূচি সংঘটিত করার সিদ্ধান্ত নেয় ভারতীয় জনতা পার্টি। তাই গোটা দেশজুড়ে সাংগঠনিকভাবে চলছে এখন নানা কর্মসূচি। রাজ্যেও শাসক দল বিজেপি প্রতিনিয়ত সংঘটিত করে চলেছে নানা সামাজিক কর্মকান্ড। এরমধ্যে রয়েছে রক্তদান, বৃক্ষরোপণ, স্বাস্থ্যশিবিরসহ আরো নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচীর অঙ্গ হিসেবে শনিবার অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির। এদিন এমনটাই দেখা গেল নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের হরিজন কলোনি এলাকায়। আগরতলা পুর নিগমের ২৩ নং ওয়ার্ডের ৫ নং বুথের উদ্যোগে আয়োজিত এইদিনের এই মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য, স্থানীয় কর্পোরেটর মনিমুক্তা ভট্টাচার্য মজুমদার, মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব সহ আরো অনেকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এদিন শিবিরে উপস্থিত থেকে এলাকার গরীব দুঃস্থদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। এই মেগা স্বাস্থ্য শিবির প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। তারই অঙ্গ হিসেবে এই স্বাস্থ্য শিবির। ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না। পার্টি চায় সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মসূচি সংঘটিত করা। আর সেটাই করে চলেছে বিজেপির কার্যকর্তারা।