জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে শীতের প্রকোপ বাড়লেও এখনই স্কুলে শীতকালীন ছুটি ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। আবহাওয়া দফতরের নির্ভুল পূর্বাভাস পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেন।
শনিবার এক রক্তদান শিবির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা আরও কমতে পারে—এমন খবর তিনি পাচ্ছেন। স্কুলে ছুটি ঘোষণার বিষয়ে কিছু প্রস্তাবও তাঁর কাছে এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছি আবহাওয়া দফতরের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করতে। বর্তমানে তাঁদের পূর্বাভাস অনেকটাই নির্ভরযোগ্য। সম্পূর্ণ রিপোর্ট হাতে পেলেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
ডা. মানিক সাহা আরও বলেন, শুধুমাত্র পরিস্থিতির বাস্তব কারণ থাকলেই ছুটি ঘোষণা করা উচিত। দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকলে পঠন-পাঠনে ব্যাঘাত ঘটে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে প্রভাব পড়ে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, চরম শীতের কারণে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) ইতিমধ্যেই তাদের শিক্ষা দফতরের অধীন সমস্ত স্কুল ৩ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্পষ্ট, রাজ্য সরকার একদিকে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে চায়, অন্যদিকে শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতাও বজায় রাখতে সচেষ্ট। আবহাওয়া দফতরের চূড়ান্ত রিপোর্ট পর্যালোচনার পরই রাজ্যজুড়ে স্কুলে ছুটি সংক্রান্ত ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

