Site icon janatar kalam

শীতলা মায়ের মূর্তি ভাঙ্গা ঘিরে উত্তেজনা সৃষ্টি,’ এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উদয়পুর মাতা বাড়ি বিধানসভা অন্তর্গত তাতুয়াটিলা এলাকায় শীতলা মায়ের পূজা অনুষ্ঠিত হবে এলাকাবাসীর উদ্যোগে।আর এই পূজার দিন সংখ্যা লঘুদের পক্ষ থেকে বলা হয় সেই দিন তাদের আজান আছে সেখানে পূজা করা যাবে না। এই নিয়ে শুরু হয় এলাকায় উত্তেজনা।বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা দেখতে পায় শীতলা মায়ের মন্দির ভাঙা এবং শীতলা মায়ের মূর্তি ও ভাঙ্গা।

এ নিয়ে শুরু হয় এলাকায় উত্তেজনা। এলাকা বাসির পক্ষ থেকে জানানো হয় এই ঘটনা মুসলিম সম্প্রদায়ের লোকজনেরা করেছে। এলাকা বাসির অভিযোগ বহু বাংলাদেশীরা এখানে এসে অবৈধ ভাবে বসবাস করছে। প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। এই ঘটনা কে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের লোকজন দের মধ্যে দেখা দেয় উত্তেজনা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাধা কিশোর পুর থানার পুলিশ। পরবর্তী সময়ে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঋষি কেশ সেঠিয়া, মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সহ টি এস আর,সি আর পি এফ সহ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে ভেঙে ফেলা শীতলা মায়ের মূর্তি জলে ভাসমান করে এলাকাবাসী। এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশী ব্যবস্থা আটু সাটু করে রাখা হয়েছে।

Exit mobile version