জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের আগরতলা রেলস্টেশনে শিশু সহ ১১ বাংলাদেশী নাগরিক আটক। তাদের মধ্যে রয়েছে মহিলাও। জুন মাসে এনিয়ে ঊনচল্লিশ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে জি আর পি থানার পুলিশ। অভিযোগ তারা অবৈধভাবে দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় আসে। কাজের জন্য ভারতের বিভিন্ন রাজ্যে নিয়ে যাওয়ার কথা বলে দালালরা নিয়ে আসে।
প্রায় প্রতিদিন অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার পথে আগরতলা রেল স্টেশনে ধরা পড়ছে বাংলাদেশী নাগরিক। রবিবার বিকেলে ফের ১১ জন ধরা পড়ে আগরতলা সরকারি রেল পুলিসের হাতে। তাদের মধ্যে রয়েছে শিশু ও মহিলা। অভিযোগ দালালের মাধ্যমে তারা ত্রিপুরায় আসে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালায় জি আর পি। সোমবার আদালতে সোপর্দ করা হয়। একথা জানান জি আর পি থানার ওসি তাপস দাস। ক্রমাগত বাংলাদেশী নাগরিক রেল স্টেশনে ধরা পড়ার ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল।