Site icon janatar kalam

শিশুর মানসিক স্বাস্থ্য সম্পর্কিত রাজ্য ভিত্তিক একদিবসিয় কর্মশালা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিশুর মানসিক স্বাস্থ্য সম্পর্কিত রাজ্য ভিত্তিক একদিবসিয় কর্মশালা। চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে শিশুদের প্রয়োজনীয় কাউন্সেলিং এবং মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা শীর্ষক একদিনের কর্মশালা হয় শুক্রবার। রাজধানীর প্রজ্ঞাভবনে হয় কর্মশালা। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন ও ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সহায়তায় হয় কর্মশালা।

উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অধ্যাপিকা ডঃ অঞ্জনা ভট্টাচার্য সহ অন্যরা।

এদিনের সেমিনার নিয়ে বলতে গিয়ে ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন বলেন, শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়েই মূলত আলোচনা হয়। বর্তমানে শিশুরা যেভাবে মানসিক স্বাস্থ্যের দিক ক্ষতিগ্রস্ত হচ্ছে সে কারণেই আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংশ্লিষ্টরা কর্মশালায় অংশ নেন।

 

 

Exit mobile version