Site icon janatar kalam

শিল্প উদ্যোগীদের শিল্প স্থাপনে নয়া প্রকল্পের সূচনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বেকার যুবক যুবতীদেরদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা। শুক্রবার এই নয়া প্রকল্পের ঘোষণা করেছে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক। এদিন এক সাংবাদিক বৈঠকে নবাদল বণিক জানায় রাজ্যের যুবক-যুবতীদের শিল্প স্থাপনের মাধ্যমে স্বনির্ভর করার লক্ষ্যে বোধজং নগর এবং আর কে নগর শিল্পনগরীতে উৎসাহ ও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ভ্রমণ করানো হবে। তার জন্য এনরোলমেন্ট করা হবে সারা রাজ্য থেকে। প্রতিটি জেলা থেকে ১০০ জন করে যুবক-যুবতিকে এই ভ্রমণের সুবিধা দেওয়া হবে। পরবর্তীকালে তাদের মধ্যে শিল্প স্থাপনে উদ্যোগীদের চিহ্নিত করে সহজ কিস্তিতে ঋণের মাধ্যমে কি করে তোলা হবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন টিআইডিসির ডিরেক্টর ও ওএসডি।

Exit mobile version