জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধ্বংসী বন্যার পর শিলাবৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের পরিমল চৌমূহনী বড়ঢেপা এলাকার ধানচাষী সঞ্জিত দাস। তিনি প্রায় সাড়ে তিন কানি জমিতে প্রচুর টাকা খরচ করে ধান চাষ করেছিলেন। বিধ্বংসী বন্যায় তার সমস্ত ধান গাছ চলে গিয়েছিল জলের তলায়।
বন্যা শেষ হওয়ার পর কোন রকমে টিকে থাকা ধানের জমিতে সার কীটনাশক ঔষধ প্রয়োগ করে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। ভালো ধানের ফলন হয়েছে তার জমিতে। ধান গাছ পাকা শুরু করেছিল এমন সময় অপ্রত্যাশিত ভাবে হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টি এবং দমকা হাওয়ায় তার সাড়ে তিন কানি জমির পাকা ধান গাছ সবগুলো জমিতে কাঁদার নিচে চলে যায়।
সমস্ত পাকা ধান নষ্ট হয়ে যায় তার। প্রায় ৯০ মন ধান পাওয়ার কথা ছিলো। কিন্তু শিলাবৃষ্টিতে সাড়ে তিনকানি জমির সমস্ত ধান নষ্ট হয়ে যায়। জমির মধ্যেই ঝরে পড়ে যায় সমস্ত পাকা ধান। ব্যাপক ক্ষতি হয় তার। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমের সামনে সমস্ত বিষয় তুলে ধরে বলেন বিরাট ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে তার ধান জমির।এখন সর্বসাকুল্যে ৩০ মণ ধানও পাওয়া যাবে না। সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন জানান অসহায় কৃষক সঞ্জিত দাস।