জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আচমকা রেলের শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থেকে বের হচ্ছে ধোঁয়া। আর এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা শনিবার বিকেলে শিলচর আগরতলা গামী যাত্রীবাহী ট্রেনে । জানা গেছে শর্ট সার্কিট থেকে ঘটেছে ঘটনাটি। বিষয়টি নজরে আসে যোগেন্দ্রনগর রেল স্টেশনে।
প্রতিদিনের মতো এদিনও শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল যাত্রীবাহী ট্রেনটি। ধোঁয়া বের হতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। জানা গেছে এসি কামরায় বৈদ্যুতিক বাক্সে সমস্যা হয়েছে। যদিও তেমন কোন ক্ষতি হয়নি। পরে রেল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে আগরতলা রেল স্টেশনে যাত্রীদের নিয়ে যায়।