Site icon janatar kalam

‘শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুন দল’ এর ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর রাজধানীর বনেদী ক্লাবগুলির মধ্যে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল বিগ বাজেটের দুর্গা পূজা করে দর্শনার্থীদের মন জয় করে নেয়। এছাড়াও পূজার সময় সামাজিক কাজ করে। তবে শুধু পূজার সময় নয় বছরের বিভিন্ন সময়ে সেবামূলক কাজে এগিয়ে আসে এই ক্লাব।

এবছর শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল-র ৭২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মসূচী নিয়েছে। রবিবার ক্লাব প্রাঙ্গণে হয় রক্তদান শিবির। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে, কর্পোরেটর সুখময় সাহা সহ অন্যরা।

রক্তদান শিবির ঘিরে এলাকার লোকজনের মধ্যে ভালো সাড়া পড়ে। এদিকে রক্তদান শিবির ছাড়াও শিশুদের মধ্যে হয় বসে আঁকো, দাবা, সাঁতার ও যোগাসন প্রতিযোগিতা। এতে প্রচুর ছেলে- মেয়ে অংশ গ্রহণ করে।

Exit mobile version