Site icon janatar kalam

শিক্ষা হোক মানবতার জন্য, শিক্ষা হোক জনকল্যাণের জন্য, শিক্ষা হোক পরোপকারের জন্য : সুধাংশু 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উদ্যোগে বুধবার দুপুরে কলেজ প্রাংগনে অনুষ্ঠিত হলো নবীন বিদ্যার্থী উৎসব। প্রদীপ প্রজ্জ্বলন করে এই নবীন বিদ্যার্থী উৎসবের উদ্ধোধন করেন প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

উদ্ধোধনী অনুষ্ঠানে কৈলাসহর কলেজের প্রাক্তন ছাত্র তথা মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধক্ষ্য ড: পিনাকী পাল, অধ্যাপক তরুন কুমার সিনহা, কৈলাসহর কলেজের ছাত্র ইউনিটের কনভেনার আয়ুস দেব, কলেজের প্রাক্তন ছাত্র অনুপ মজুমদার সহ অন্যান্যরা।

নবীন বিদ্যার্থী উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে উদ্ধোধনী সংগীত পরিবেশন করেন কলেজের ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তথা কলেজের প্রাক্তন ছাত্র সুধাংশু দাশ অনেকটাই আবেগ তাড়িত হয়ে যান।

মন্ত্রী বলেন, আজকের ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের ছাত্র ছাত্রীরাই আগামীদিনের সমাজ পরিচালনা করবে। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে উনি বলেন যে, কলেজে বর্তমানে যারা পড়াশোনা করছেন উনারা তিন বছর এই কলেজে পড়াশোনা করে শুধুমাত্র ড্রিগ্রী লাভ করে সার্টিফিকেট নিয়ে যাবে এটা উনি বিশ্বাস করেন না।

কেননা, পড়াশোনা করে প্রকৃত অর্থে জীবনে পথ চলার এবং পথকে সুগম করার অন্যতম হাতিয়ার কিংবা জীবনের সফলতার চাবিকাঠি এই কলেজ থেকে ছাত্র ছাত্রীরা নিয়ে যাবেন এটাই উনি প্রত্যাশা করেন। কৈলাসহর কলেজে আসা মানেই উনার বাড়তি পাওনা বলেও জানান।

কারণ ২০০৮সাল থেকে ২০১১সাল অব্দি উনি নিজে এই কলেজে পড়াশোনা করার উনার সুভাগ্য হয়েছিলো এবং এই কলেজ থেকে অনেক কিছুই শিখেছেন যা আজ ব্যক্তি জীবনে অনেকটাই কাজে লাগছে বলেও মন্ত্রী সুধাংশু দাস জানান।

 

 

 

 

 

Exit mobile version