জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শূন্য থেকে পাঁচ বছর বয়সের শিশু এবং গর্ভবতী মহিলাদের টিকাকরণ সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার মিশন ইন্দ্রধনুষ ৫.০ অভিযান নামে একটি প্রকল্প হাতে নেয়। কিন্তু মাঝে করোণার কারণে এই কর্মসূচি অনেকটা ব্যাহত হওয়ায়, পুনরায় তা আবার শুরু হল। শনিবার রাজ্যে এক যুগে শুরু হয় এই কর্মসূচি। পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক মিশন ইন্দ্রধনুষ অভিযান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আগরতলা পৌর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কমিউনিটি হল ঘরে। আশ্রমপাড়া শহুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এবং পশ্চিম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সহায়তায় আয়োজিত শিশু এবং গর্ভবতী মহিলাদের টিকাকরণ কর্মসূচির এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। উদ্বোধক মেয়র শ্রী মজুমদার ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, স্থানীয় কর্পুরেটর অলক রায়, সমাজসেবী সঞ্জয় সাহা, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধনসহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন শিশুদের সুস্থ ও সুরক্ষিত রাখতে দেশের সমস্ত শিশুদের টিকার আওতায় আনতে কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে এই কর্মসূচি হাতে নেয়। কিন্তু মাঝে করোনার কারণে এই টিকাকরণ কর্মসূচি কিছুটা ব্যাহত হয়। তাই আগে যাদের টিকাকরণ দেওয়া সম্ভব হয়নি তাদেরকে টিকার আওতায় আনতেই নতুন করে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।