Site icon janatar kalam

শিক্ষা ব্যবস্থার গুণগত মানের শিক্ষার প্রসারে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলায় হলিক্রস স্কুল আয়োজিত স্থিতিশীল উন্নয়ন – অধিকতর উন্নত ভবিষ্যতের প্রতি এক প্রচেষ্টা – শীর্ষক থিমের প্রদর্শনী এবং এর সম্পূর্ণকরণ অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের ফাদার জেকব সহ অন্যান্যরাও। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে একদিকে যেমন উঠে আসে ভারতের পরম্পরাগত আতিথেয়তার সনাতন সংস্কৃতি বসুধৈব কুটুম্বকম যা সম্প্রতি জি – ২০ সামিটেও দেখা গিয়েছে অর্থাৎ এক বিশ্ব, এক পরিবার , এক ভবিষ্যৎ যা প্রধানমন্ত্রীও বলেছেন। এদিন তিনি উল্লেখ করেন স্থিতিশীল উন্নয়নের জন্য সন্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এখানে যে ধারনা প্রস্তুত করা হয়েছে তা দৈনন্দিন জীবনেও কাজে লাগাতে পারলে আরও ফলপ্রসূ হবে বলে এদিন মনে করেন তিনি। আবহাওয়া পরিবর্তনের মত গুরুত্বপূর্ণ বিষয়ও এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। এদিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে এদিন বিভিন্ন সাংস্কৃতিক দিক পরিবেশিত হয়। যা উপস্থিত দর্শক শ্রোতাদের মন মুগ্ধ করে।

Exit mobile version