Site icon janatar kalam

শিক্ষক বদলির প্রতিবাদ করতে গিয়ে আহত ছাত্রীর খোঁজ নিলেন রাজ্য এন.এস.ইউ.আই 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ২রা জুলাই শিক্ষক বদলির প্রতিবাদ করতে গিয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়াদের স্থানীয় শাসক দলীয় নেতৃত্বদের রোষানলে পড়তে হয়েছিল। ওই ঘটনায় বিদ্যালয়ের এক ছাত্রী গুরুতর আহত হয়, বর্তমানে ছাত্রীটি রাজধানী আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার জিবি হাসপাতালে চিকিৎসারত সেই দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রী মৌটুসী দাসকে দেখতে হাসপাতালে ছুটে যায় এনএসইউআই-এর নেতৃত্বরা। এরা অসুস্থ ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলেন। এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের এক কর্মী জানিয়েছেন, শিক্ষক বদলির প্রতিবাদে করতে গিয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের একাধিক ছাত্রীর উপর আক্রমন করেছেন স্থানীয় শাসক দলীয় নেতৃত্বরা।

তাতে গুরুতর আহত হয়েছেন ছাত্রী মৌটুসী দাস। তাই আজ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের আদেশে হাসাপাতালে এসেছেন। তাছাড়া রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার নিকট ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন এনএসইউআই য়ের প্রতিনিধিরা।

 

 

Exit mobile version