জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অত্যধিক গরমে নাজেহাল জনজীবন। এই তাপপ্রবাহ এড়িয়ে চলতে চিকিৎসকরা পরামর্শ দিলেও প্রয়োজনে লোকজনকে ঘর থেকে রোদের মধ্যেই বের হতে হচ্ছে। সকাল থেকেই কাঠফাটা রোদের মধ্যেই গন্তব্যে যেতে হচ্ছে লোকজনকে। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে হাঁসফাঁস গরমে কিছুটা গলা ভিজিয়ে নিতে ঠাণ্ডা পানীয় পান করছেন।
তবে সকলের পক্ষে হয়তো তা সম্ভব হয়ে উঠে না। এই অবস্থায় শাসক দলের যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা কর্মসূচী গ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠনের কর্মীরা লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় বিতরণ করছেন। চলতি মাসের ২৩ তারিখ থেকে শুরু হয়েছে এই কর্মসূচী।
সোমবার প্রখর রোদের মধ্যে আগরতলা সিটি সেন্টারের সামনে ঠান্ডা পানীয়,তরমুজ লোকজনের মধ্যে বিলি করেন যুব সংগঠনের প্রদেশ কার্যকর্তা সহ কর্মীরা। যুব মোর্চা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সব মণ্ডলে, বুথে সপ্তাহব্যাপী চারা গাছ রোপণ করার।