শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত এ বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বুধবার অনুষ্ঠিত হয়। এ বছর মোট ৫২৯৬ পরীক্ষার্থী রাজ্যের ১৫ টি কেন্দ্রে পরীক্ষা বসে। এদের মধ্যে ২৫১৫ জন ছাত্র এবং ২৭৮১ জন ছাত্রী। আবেদনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৬৪৪ জন পিসিএম গ্রুপের জন্য, ৩০৪৮ জন পিসিবি গ্রুপের জন্য এবং ১৬০৪ জন উভয় গ্রুপের জন্য আবেদন করেছে।
এবার পশ্চিম ত্রিপুরা জেলায় আটটি পরীক্ষা কেন্দ্র এবং বাকি সব জেলাতে একটি করে পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। এদিন সকাল ১১ টা থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত ফিজিক্স এবং কেমিস্ট্রি পরীক্ষা হয়। পরবর্তীতে বায়োলজি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১টা ৩০ মিনিট থেকে ২ টা ১৫ মিনিট পর্যন্ত। অংক পরীক্ষা হয়েছে বেলা তিনটা থেকে তিনটা ৪৫ মিনিট পর্যন্ত। পরীক্ষা গ্রহণ পর্ব শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে।