জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরের মতো এবারো শহীদ পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানানো হল। সোমবার রাজধানীর এডি নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি মাঠে পালন করা হয় পুলিশ স্মৃতি দিবস। পুলিশ স্মৃতি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন অনুষ্ঠানের শুরুতে স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্য সচিব সহ অন্যান্যরা। ১৯৬০ সালের ২১ অক্টোবর থেকে পুলিশ স্মৃতি দিবস পালন করা হচ্ছে। এদিন পুলিশ স্মৃতি দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল আরক্ষা কর্মীরা শহিদ হয়েছে তাদের পরিবার পরিজনদের সমবেদনা জানান।
অপরদিকে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন জানান যে সকল আরক্ষা কর্মীরা দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হয়েছে তাদেরকে এদিনে শ্রদ্ধাজানানো হয়। তাদেরকে স্মরণ করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় ৩৫ হাজার আরক্ষা কর্মী দেশের জন্য শহিদ হয়েছে। এদিনের অনুষ্ঠানে বেশ কয়েকজন শহিদ আরক্ষা কর্মীর পরিবারকে সম্মান জানানো হয়।