জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিবি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরী। গত ছয় মাস আগে ব্রেন স্ট্রোক করেছিল শহীদ চৌধুরী। বর্তমানে তার অবস্থা বেগতিক দেখে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। বুধবার বক্সনগর এর প্রাক্তন বিধায়ককে হাসপাতালে দেখতে আসেন বর্তমান বিধায়ক তফাজ্জল হোসেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানবিক দৃষ্টিকোণ থেকে শহীদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছে তফাজ্জল হোসেন। বলেন শহীদ চৌধুরী গত ২০ বছর বক্সনগর এর বিধায়ক ছিলেন, ছিলেন মন্ত্রী ও। বক্সনগর এর মানুষের সার্বিক উন্নয়নের তার অবদান রয়েছে প্রচুর। যার জন্য মানবিক ভাবেই প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীর শারীরিক সুস্থতা কামনা করেছেন। দ্রুত আরোগ্য কামনা করেছেন তার দূরারোগ্য ব্যাধির।