জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ভাটি অভয়নগর এলাকার ঋষিপাড়াতে জাতীয় কংগ্রেস দলের সদস্য পদ সংগ্রহ করতে গেলে বহিরাগত কিছু দুষ্কৃতীকারীরা কংগ্রেস নেতা সঞ্জীব দেব, তপন চক্রবর্তী, শ্যামল পাল, সুজাতা দেববর্মা সহ অন্যান্য কংগ্রেস নেতা ও মহিলা নেত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করেন এবং দুটি মোবাইল ছিনতাই করে নিয়ে যান।
এই ধরনের নেক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সদর জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল পশ্চিম থানার ওসির নিকট ডেপুটেশন প্রদান করেন বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় এবং অতি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবী জানান। পশ্চিম থানার ওসি জয়ন্ত দে ওনাদের আশ্বস্ত করেন যে আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবেন এবং মোবাইলগুলি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী, সদর জেলা কংগ্রেস কমিটির সভাপতি তন্ময় রায় মহোদয়, কংগ্রেস নেতা অলক গোস্বামী, যুব কংগ্রেস নেতা আমির হোসেন সহ অন্যান্য জেলা কংগ্রেস নেতৃত্বরা।