Site icon janatar kalam

শহরে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযানে ট্রাফিক পুলিশ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার ফের একবার শহর আগরতলায় অভিযানে নামেন ট্রাফিক পুলিশ। আধিকারিক ও কর্মীদের একত্রিত অভিযানে যত্রতত্র পার্কিং এর পাশাপাশি অবৈধ যানবাহনের বিরুদ্ধে রাস্তায় নেমে অভিযান করা হয় এদিন। কি কারনে এ দিনের অভিযান তা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন ট্রাফিক এসপি শর্মিষ্ঠা চক্রবর্তী।

তিনি জানান ধারাবাহিকভাবেই এ ধরনের অভিযান চলছে শহরে। এদিন ট্রাফিক দপ্তরের পাশাপাশি এ এম সির তরফে যৌথভাবে অভিযান করা হচ্ছে। মূলত নো পার্কিং এ পার্কিং করা, হেলমেট বিহীন দ্বীচক্র যানচালক এবং যারা ট্রাফিক বিধি উলঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে চালান কাটা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাম্বার প্লেট টেম্পারিং এর বিষয়ে নিয়ে স্পষ্টিকরণ দিতে গিয়ে ট্রাফিক এসপি জানান, মূলত রাজ্যের ট্রাফিক সিগন্যাল গুলোতে অত্যাধুনিক ক্যামেরা লাগানোর কারণে যারা নিয়ম ভঙ্গ করছেন তাদের যানবাহনের ছবি অটোমেটিক উঠে যাচ্ছে ক্যামেরায়।

যার প্রেক্ষিতে চালান কাটা হচ্ছে। অত্যাধিক চালান যাতে না কাটা হয় সেই সুযোগকে কাজে লাগাতে গিয়ে নাম্বার প্লেট টেম্পারিং এর অপরাধ বাড়ছে। যদিও এক্ষেত্রে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে চলেছে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে।

Exit mobile version