Site icon janatar kalam

শহরের বুকে কাঁচা বাঁশের তোরণ আনতে পারে বিপত্তি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে গোটা শহর । পূজা উদ্যোক্তারা সাউন্ড লাইটিং এর নাম করে সরকারি পিচ ঢালাই রাস্তা কেটে বড় বড় গর্ত করে বাঁশ দিয়ে উঁচু করে বসাচ্ছে তোরন ।যার ফলে একদিকে যেমন যানবাহন চলাচলে অসুবিধা তেমনি অসুবিধা শুরু হচ্ছে মানুষের হাঁটাচলার ক্ষেত্রেও । এ সমস্ত কাঁচা বাঁশের তোরন ভেঙ্গে পড়ে বিদ্যুতের তারে ছিটকে পড়ে যেকোনো সময় ঘটাতে পারে বড় ধরনের বিপত্তি । এদিকে পুজোতে ঝড় বৃষ্টি ঘটলেও ভেঙ্গে বিপত্তি ঘটার সম্ভাবনা থেকেই যাচ্ছে । পূজা উদ্যোক্তাদের এ ধরনের বার বারান্ত দেখে হঠাৎই মাঠে নেমেছে আগরতলা পুর নিগমের কর্মীরা । ক্লাবগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে যাতে এ সমস্ত তোরন রাস্তা থেকে উঠিয়ে নেওয়া হয় । নতুবা পুর নিগম বাধ্য হবে এগুলি ভেঙ্গে গুড়িয়ে দিতে । মঙ্গলবার শহরের দুটি বনেদি ক্লাবকে সতর্ক করে দেওয়া হয়েছে । বুধবারের মধ্যে সমস্ত পূজা উদ্যোক্তাদের এই বিষয়ে অবগত করা হবে বলে জানিয়েছেন নিগমের এক কর্মী ।

 

 

 

Exit mobile version