জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিয়ম না মেনে একাংশ লোক যত্রতত্র সরকারি জায়গার উপরে ঘর তুলে রাজধানীর লেক চৌমুহনী বাজারে ব্যবসা করছেন। এনিয়ে লোকজনের তরফে বহুদিন ধরে অভিযোগ রয়েছে। অসন্তুষ্ট বাজারের একাংশ ব্যবসায়ীও। কারণ এতে সমস্যায় পড়ছেন ক্রেতা ও বিক্রেতা। নিয়ম না মেনে বাজারে এভাবে দোকান ঘর তোলা মেনে নেওয়া হবে না।
মঙ্গলবার একথা সাফ জানিয়ে দিলেন লেক চৌমুহনী বাজার পরিদর্শনে গিয়ে পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান, পুর নিগমের দায়িত্ব হচ্ছে শহরের বাজার গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এদিন লেক চৌমুহনী বাজারের দুরবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন মেয়র। তিনি বিষয়টি নিয়ে পরিচালন কমিটির সঙ্গে কথা বলেন।
মেয়র বলেন, যত্রতত্র বাজারে ঘর তোলার মতো অরাজকতা বরদাস্ত করা হবে না। মেয়র এদিন আরও জানান আগরতলা শহরের যতগুলি বাজার রয়েছে সবগুলি বাজারে যেন ক্রেতা বিক্রেতা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিন বাজার পরিদর্শনের সময় পুর নিগমের মেয়রের সঙ্গে ছিলেন স্থানীয় কর্পোরেটর, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ বাজার কমিটির কর্মকর্তারা।